SSC-CHSL
2020
STAFF SELECTION COMMISSION এর দপ্তর থেকে ( ১০ + ২ ) যোগ্যতার পদগুলির জন্য পরীক্ষার অনলাইন ফর্ম ফীল-আপ শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে; ডিসেম্বর মাসের ১৯ তারিখ শেষদিন ছিল apply করার। তবে সেই তারিখ আবারও বাড়িয়ে ২৬ শে ডিসেম্বর করা হলো SSC র পক্ষ থেকে।
সর্বপ্রথম ১৫ ই ডিসেম্বর থেকে বাড়িয়ে application এর শেষ তারিখ করা হয়েছিল ১৯ শে ডিসেম্বর। এবার পুনরায় বাড়ানো হলো সেই তারিখ।
তারিখ বাড়ানো হলেও, নতুন আবেদনকারীদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে ফর্ম ফীল-আপ করতে গিয়ে। SSC র অফিসিয়াল ওয়েবসাইট বেশিরভাগ সময় SERVER PROBLEM এর কারণে বন্ধ থাকায় আবেদনকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছে।
- SSC-CHSL এর জন্য আবেদন করতে এখনই ভিসিট করুন অফিসিয়াল ওয়েবসাইট : https://ssc.nic.in
এই ধরনের বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত খবর পেতে এবং অন্যান্য পোষ্ট পড়তে অবশ্যই বিনামূল্যে আমাদের সাবস্ক্রাইব করুন নিচে গিয়ে…
#SSC #SSC_CHSL #SSC2020 #GOVT_EXAM #STAFF_SELECTION_COMISSION