পঞ্চু নস্করের লেখা দুটি ছড়া : ছোট মেয়ের প্রশ্ন এবং ঠাকুমা।
ছোট মেয়ের এ কেমন প্রশ্ন!
জানতে হলে পড়তেই হবে ভীষণ সুন্দর এই ছড়া দুটি...
লেখালিখি ভালোবাসি
নিজে লিখে একা হাসি
নিজে লিখে একা হাসি
সংলগ্ন তথ্য :
ব্লগে লিখুন
এখন আপনিও খুব সহজে নিজের লেখা প্রকাশ করতে পারবেন
অলীক চেতনা পত্রিকা দপ্তরে।
অলীক চেতনা পত্রিকা দপ্তরে।
লেখককে লিখুন
গল্পটি পড়ে লেখকের সাথে যোগাযোগ করতে পারেন।
মেইল আইডি : naskar.pc@gmail.com
মেইল আইডি : naskar.pc@gmail.com
©️ কপিরাইট
লেখক এবং প্রকাশকের অনুমতি ছাড়া গল্পটির কোনোরূপ ব্যবহার বরদাস্ত করা হবে না,
প্রয়োজনে ব্যবহারকারীর বিরুদ্ধে চুরির অভিযোগ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রয়োজনে ব্যবহারকারীর বিরুদ্ধে চুরির অভিযোগ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- অলীক চেতনা পত্রিকা দপ্তর
- সর্বশেষ আপডেট : ২ রা নভেম্বর, ২০২০
- শৌভিক দে
কী কী পড়বেন ?
- সূচনা :
“ছোট মেয়ের প্রশ্ন” ও “ঠাকুমা” ছড়া দুটি এখন সম্পূর্ণ বিনামূল্যে আপনি পড়তে পারবেন অলীক চেতনা পত্রিকা দপ্তরে । লেখাগুলি আমাদের দিয়েছেন লেখক শ্রী পঞ্চু নস্কর মহাশয়। নিজেরা পড়ুন এবং অন্যদেরকেও পড়ার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে।
✓ নাম : পঞ্চু নস্কর
✓ বয়স : _
✓ ঠিকানা : ১৩/২, সন্তোষ রায় রোড, সখের বাজার, বেহালা, কলকাতা- ৭০০০০৮
✓ মেইল আইডি :
naskar.pc@gmail.com
✓ সম্পর্ক : লেখকের সাথে অলীক চেতনা পত্রিকা দপ্তরের পথ চলা শুরু হলো এই ছড়া দুটির হাত ধরে। আশা করি, এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে এবং দর্শকদের কাছে সুমধুর সম্পর্কের রূপ নেবে।
অলীক চেতনা পত্রিকা দপ্তরের সভ্য হতে পেরে আমি খুব খুশি। আমি এই পত্রিকা দপ্তরটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।।
- প্রয়োজনীয় ট্যাগ : অলীক চেতনা পত্রিকা দপ্তর, ছড়া, পঞ্চু নস্কর, অনলাইন কাব্য, বাংলা সাহিত্য, ঠাকুমা, ছোট মেয়ের প্রশ্ন, ই-পোয়েম।
ছোট মেয়ের প্রশ্ন
দুর্গা মাগো তোমার কাছে
ছোট একটা প্রশ্ন রাখি ?
বাবা-মা তোমায় মা বলে
আমি কি বলে ডাকি?
দাদু দিদায় তারাও দেখি
মা বলে সবাই ডাকে,
পাশের বাড়ির মান্তি পিসি
সেও মা বলে হাঁকে।
তবে কি তুমি ঠাকুমা আমার !
ঠাকুমা বলে আমি ডাকি ?
তোমার কি তাই আপত্তি আছে
সত্যি করে বল দেখি।
কোথায় তোমরা থাকো সবাই
মর্তে আসো নেমে ,
আমার বাড়ি থাকবে তুমি
এক বিছানায় আমার রুমে।
তোমার কাছে গল্প শুনব
দেব দেবতা মন্দিরের,
ঠাকুমা হয়ে থাকো না তুমি
মোদের ছোট কুটিরের।
- D
ঠাকুমা
বাবা আমার ঠাকুমা কোথায়
কেন আমার ঠাকুমা নেই?
কে আমাকে গল্প বলবে
ঘুম পাড়াবে বিছানা শুয়েই।
মিকির কেমন ঠাকুমা আছে
কত গল্প শোনায় রাতে,
আমার ঠাকুমা কোথায় গেল
এনে দেবে কাল প্রাতে।
- "তোর ঠাকুমা মারা গেছেন
তিনি গেছেন স্বর্গলোকে,
মৃত্যু তারে নিয়ে গেছে
ভালো আছেন দেবলোকে"।
বাবা আমি স্বর্গলোকে
দেখতে যাবো ঠাকুমাকে ,
নিকির ঠাকুমা বৃদ্ধাশ্রমে
বলবে কেন একা থাকে?
নিকি আজ গিয়েছিল
দেখতে ওর ঠাকুমাকে,
কত যত্ন আদর করে
ফেরার সময় জড়িয়ে কাঁদে।
-: সমাপ্ত :-
- উপসংহার :
পঞ্চুবাবুর লেখা ছড়া দুটি পড়ে আপনার যদি ভালো লাগে, তাহলে অবশ্যই পোস্টের নিচে কমেন্ট করে জানাবেন আমাদের যাতে উনি পুনরায় আমাদের ব্লগে লেখেন। ব্লগে আরও নিত্য নতুন গল্প-কবিতা সকলের আগে পড়তে এবং বিজ্ঞাপন এড়াতে অলীক চেতনা পত্রিকা দপ্তরকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।
এখন নিচের শেয়ার অপশনগুলি থেকে শেয়ার করে অন্যদেরকেও পড়ার সুযোগ করে দিতে পারেন আপনি।
প্রকাশক : শৌভিক দে
প্রকাশনার তারিখ : ২রা নভেম্বর,২০২০
খুব সুন্দর লিখেছেন ❤️
ReplyDelete