RRB-NTPC
CEN/01-2019
অবশেষে NTPC পরীক্ষার সময় ঘোষণা করল RRB, প্রথম TIER এর পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৮ শে ডিসেম্বর থেকে ১৩ ই জানুয়ারির মধ্যে। প্রথম দফায় পরীক্ষা হতে চলেছে প্রায় ২৩ লক্ষ আবেদনকারীর। সর্বমোট আবেদনকারীর সংখ্যা যদিও প্রায় দেড় কোটির কাছাকাছি।
RRB র পক্ষ থেকে জানানো হয়েছে মোট ৩৫০০০ পদের জন্য অনুষ্ঠিত হচ্ছে এই ( ১০ + ২ ) লেভেলের পরীক্ষাটি। প্রায় ১ বছর পর পরীক্ষার তারিখ জানালো তারা।
কিছুদিন আগে থেকেই আবেদনকারীদের কাছে মেইল আসতে থাকে rrb.chennai এর পক্ষ থেকে। জানানো হয় পরীক্ষার সময় ও স্থান দেখে নেওয়ার কথা।
Mail from RRB. CHENNAI |
User ID আর PASSWORD এর মাধ্যমে নিজের APPLICATION STATUS দেখতে ও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে ভিজিট করুন RRB র OFFICIAL WEBSITE গুলো :
অবশিষ্ট পরীক্ষার্থীদের সকলকে একসাথে পরীক্ষায় বসানো হবে কিনা, সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে কিছু বাড়তি সময় পেল তারা, পরীক্ষার প্রস্তুতির জন্য।
#NTPC #RRB #RRB_KOLKATA #CEN01 #RRB_CHENNAI