জীবন শান্তি :
POLICY NO. 850
UIN. 512N328VO2
“জীবন শান্তি” হলো LIC দ্বারা প্রস্তাবিত একটি এককালীন মূলধন বিনিয়োগের নীতি, যা আপনি তাৎক্ষনিক বা বিলম্বিত বার্ষিকীতে পেতে পারেন অর্থাৎ, বিনিয়োগকারী চাইলে বিনিয়োগের পরের দিন থেকেই মাসিক পেনশন গ্রহণ করতে পারেন অথবা, একটি নির্দিষ্ট সময়সীমার পর পেনশনের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে, দুইটি ভিন্ন উপায়ে বিনিয়োগকারীর লাভের পরিমাণ আলাদা আলাদা হবে। এই বিমাটির ক্ষেত্রে আপনি সর্বাধিক ১০০ বছর অবধি পেনশন পেতে পারেন, সর্বাধিক লাভের সাথে। এছাড়াও, এই পলিসির মাধ্যমে বিনিয়োগকারী বিভিন্ন উপায়ে উপকৃত হতে পারেন।
এই প্ল্যানটি অফলাইন বা অনলাইন, উভয় প্রকারেই উপলব্ধ।
এক্ষেত্রে বিনিয়োগকারীর সর্বনিম্ন বয়সসীমা ৩০ বছর হতে হবে এবং ঊর্ধ্বসীমা তিনটি অপশনের ক্ষেত্রে তিনরকম হতে পারে। যথা,
- ৭৯ বছর : বিলম্বিত বার্ষিকীযুক্ত রিটার্ন
- ৮৫ বছর : তাৎক্ষণিক মাসিক পেনশনযুক্ত রিটার্ন (অপশন ‘এফ’ বাদে)
- ১০০ বছর : তাৎক্ষণিক মাসিক পেনশনযুক্ত রিটার্ন (অপশন ‘এফ’ সহ)
• বিশদে জানতে নিচের PDF টি ডাউনলোড করুন ::
সুতরাং, নিশ্চিতভাবে ধারণা করা যেতে পারে যে, জীবন বীমা সংস্থা দ্বারা প্রদত্ত এই পলিসি এককালীন বিনিয়োগের ক্ষেত্রে সর্বাধিক উপকার/সুবিধা প্রদান করে চলেছে।
Stay Safe with your family |
পলিসি সংক্রান্ত আপডেট :
বর্তমান আগস্ট মাসের ২৪ তারিখের পর “জীবন শান্তি” পলিসিটির মধ্যে কিছু পরিবর্তন আসতে চলেছে। সেক্ষেত্রে, পরবর্তী বা তৎকালীন বিনিয়োগকারীরা অতিরিক্ত কিছু সুযোগসুবিধা থেকে বঞ্চিত হবেন বলে ধারণা করা যায়, পলিসি রিটার্নের পরিমাণও কমে আসতে পারে অনেকটা। বর্তমান বাজারের পরিস্থিতি অনুসারে এমন পরিবর্তনই আসতে চলছে বলে মনে করছেন, R.M. Marketing এর কর্মকর্তা শ্রী অরূপ দাশগুপ্ত মহাশয়।
বিনিয়োগকারীদের কাছে এখনও ২৪ তারিখ অবধি সময় আছে পলিসিটি সর্বাধিক লাভসহ ক্রয় করার।
Lic দ্বারা যাচাইকৃত এবং নিযুক্ত সহকারী agent মারফত বিনামূল্যে সেবা বা সাহায্য পেতে যোগাযোগ করুন নিচের ঠিকানায়;