২১ শে আগস্ট || বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়


বাংলাদেশের ইতিহাসে আজকের দিনটি কেন স্মরণীয়, আপনি কি জানেন ?

IMG. Loading......

সালটা ছিল ২০০৪; বাংলাদেশের মহানগরে ঘটে গেল এক নৃশংস রাষ্ট্রবিরোধী ঘটনা। তারিখটা ছিল ২১ শে আগস্ট অর্থাৎ আজকের দিন।

ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের মানচিত্রের ঠিক পাশেই অবস্থানকারী এই প্রতিবেশী দেশটির কাছে আজকের দিনটি এক বিভৎস এবং কলঙ্কময় স্মৃতি বহন করে আনে প্রতি বছর। কারণ, ওই দিনটিতেই বাংলাদেশের বুকে দুষ্কৃতী দ্বারা সংগঠিত হয়েছিল একটি ভয়াবহ গ্রেনেড বা বোমা আক্রমণের ঘটনা। ঘটনায় প্রাণ হারান ২৪ জন নাগরিক এবং আহত হন প্রায় ৩০০-রও অধিক মানুষ। আহতদের মধ্যে ছিলেন স্বয়ং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবার হারায় বহু নির্দোষ মানুষ। এই ভয়াল ঘটনার সাক্ষী ছিল সমগ্র বাংলাদেশ। 
তাই, আজ ১৫ বছর পরেও এই দিনটি বাংলাদেশবাসীর কাছে এক দুঃসহ বেদনার স্মৃতি বহন করে চলেছে।

IMG. Loading......
হতাহতের ভয়াবহ ছবি


পেক্ষাপট :

তৎকালীন সময়ে বাংলাদেশ জুড়ে চলছিল এক ভয়ংকর অরাজকতা। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু জঙ্গি বোমা হামলা সহ গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর পুলিশি নির্যাতন ক্রমশই বাড়ছিল দিনকে দিন। সেই পরিস্থিতির বিরোধিতা করতে ২১ আগস্ট, ২০০৪ সালে বাংলাদেশ মহানগর ঢাকার বুকে ডাক দেওয়া হয়েছিল এক জনসম্মেলনের। আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে, ওই দিন বিকেলে একটি ট্রাকের উপর মঞ্চস্থ হয় সেই সমাবেশের উদ্দেশ্যে ভাষণ, প্রধান অথিতি ছিলেন শেখ হাসিনা। ভাষণ শেষে যখন শেখ হাসিনা মঞ্চ ছাড়ছিলেন, ঠিক সেই সময় মঞ্চ সহ সমাবেশের মধ্যে মাত্র দেড় মিনিটে ১১ টি বোমা বা গ্রেনেড বিস্ফোরন ঘটানো হয়। ভয়াবহ সেই বিস্ফোরণে ঘটনাস্থলে মারা যান ১২ জন ব্যক্তি, তাদের মধ্যে অন্যতম ছিলেন আ. লীগের শীর্ষস্থানীয় নেত্রী আইভি রহমান। গুরুতরভাবে আহত হন শেখ হাসিনাসহ তিনশতের বেশি মানুষ। পরবর্তীতে তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয় হাসপাতালে। সমগ্র বাংলাদেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। এমন নির্মম ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক দুর্লভ কলঙ্ক রেখে গেছিল সেদিন।

IMG. Loading......


ঘটনা পরবর্তী পরিস্থিতি :

এ ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া, চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ প্রধান মুফতি হান্নান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৫২ জনকে আসামি করা হয়। এদের মধ্যে অন্য মামলায় মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ড হওয়ায়, তিনজন ছাড়াই বাকি ৪৯ জনকে নিয়ে বিচারের কার্যক্রম পরিচালিত হয়।
Souvik Dey

Hello. My name is Souvik Dey. I am a B.Tech. 3rd year student. I did my diploma in civil engineering and currently pursuing BTech in Computer Science. My team and I run this blog together. Don't forget to share these articles with your friends. Thank you.

1 Comments

Thank you for your valuable time.
We are fond of your comments.(but, do not spam)

  1. সত্যিই ২১শে আগষ্ট বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ দুঃখ এবং শোকের দিন। ঐ দিন অল্পের জন্য প্রাণে বেঁচে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণ হারিয়েছিলেন প্রাক্তন এবং প্রয়াত রাষ্ট্রপতির স্ত্রী সহ আরো অনেক আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ।

    ReplyDelete
Previous Post Next Post