ফেসবুক জুড়ে এখন শুধুই উৎসব : “ভদ্রবেশী হারামী”
একটি অনলাইন ইভেন্ট |
সংলগ্ন তথ্য :
একটু সুখের সন্ধানে
করোনা ভাইরাসের প্রকোপ যখন ক্রমাগত বৃদ্ধির মুখে,
তখন মানুষ ঘরে থেকেই খুঁজছে মনের আনন্দ
তখন মানুষ ঘরে থেকেই খুঁজছে মনের আনন্দ
ডিজিটাল উৎসব
সেই মনের আনন্দ খুুঁজে দিতে এখন শুরু হচ্ছে বিভিন্ন ডিজিটাল উৎসব
ফেসবুক ইভেন্ট
ডিজিটাল উৎসবগুলোর একটা বড়ো অংশ পরিচালিত
হচ্ছে ফেসবুক গ্রুপ এবং পেজগুলি থেকেই
হচ্ছে ফেসবুক গ্রুপ এবং পেজগুলি থেকেই
- অলীক চেতনা পত্রিকা দপ্তর
- সর্বশেষ আপডেট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২০(দুপুর ১২ টা)
- শৌভিক দে
ফেসবুক জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটতে দেখা গেছে। ছোটো খাটো খবর থেকে শুরু করে লুকিয়ে থাকা প্রতিভাগুলিও ফেসবুক আমাদের দিয়ে এসেছে বিভিন্ন সময়। বর্তমান যুগে করোনা পরিস্থিতির মোকাবিলাতেও ফেসবুকের ভূমিকা অপরিসীম বললেই চলে। বলা যেতে পারে ঘরে ঘরে মানুষ এখন সচেতন হচ্ছে ফেসবুকের দৌলতেই।
সেই রকমই একটা নতুন ধরনের অনুষ্ঠান বা উৎসব উঠে এসেছে ফেসবুক জগতে। ঘরবন্দী মানুষদের জন্য সামান্য একটু আনন্দের খোরাক যোগাচ্ছে এই ডিজিটাল উৎসব। এক শ্রেণীর মানুষ এই উৎসবগুলো আয়োজিত করছে তাদের নিজস্ব পেজ বা গ্রুপগুলোর মধ্যে এবং যা ছড়িয়ে যাচ্ছে সমগ্র ফেইসবুকে। এমনই একটি পেজ হলো, “ভদ্রবেশী হারামী” । বেশ মজাদার একটি নাম এই পেজের। পূজোর প্রেম - এমনই এক বাঙালিপ্রিয় বিষয় নিয়েই চলছে তাদের ইভেন্ট। অন্যান্য পেজ এবং প্রোফাইলগুলোকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছে তারা, বিভিন্ন আর্টভিত্তিক কাজকর্ম নিয়েই গঠিত এই ইভেন্ট। ইভেন্ট শুরু হতে চলেছে ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ এবং প্রতিযোগিতায় অংশগগ্রহণের শেষ দিন ২৩ শে সেপ্টেম্বর(ফেসবুক অনুযায়ী)।
- প্রয়োজনীয় ট্যাগ : পেজ ইভেন্ট, ভদ্রবেশী হারামী, ডিজিটাল উৎসব, পূজোর প্রেম, মিডিয়া পার্টনার, অলীক চেতনা পত্রিকা দপ্তর, পূজো সাহিত্য, প্রতিযোগিতা, কলা বিভাগ, ফেসবুক প্রতিযোগিতা
ইভেন্ট বিষয়ক সকল প্রকার তথ্য আপনি জানতে পারেন সরাসরি পেজে গিয়েই। আপনার যদি থেকে থাকে কোনো নিজস্ব পেজ বা ফেসবুক প্রোফাইল, তাহলে আপনিও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। বিশদে জানতে অবশ্যই নিচের পোষ্টটি পড়ুন :
আমরা *ভদ্রবেশী হারামি* পেজ থেকে প্রথমবার একটি প্রতিযোগিতা আয়োজন করতে চলেছি। বিষয়:- *পুজোর প্রেম*❤️ এই প্রতিযোগিতায়...
Posted by ভদ্রবেশী হারামি on Wednesday, September 9, 2020
পেজটিকে follow করে সবসময় তাদের কাছ থেকে অগ্রিম খবরাখবর পেতে এবং অন্যান্য ইভেন্টের বিজয়ীদের নাম জানতে অবশ্যই নিচের এম্বেবেড লিংকে চোখ রাখুন :
প্রকাশক : শৌভিক দে
প্রকাশনার তারিখ : ১৫ ই সেপ্টেম্বর, ২০২০
অসাধারণ এক প্রচেষ্টা ।। খুবই আনন্দিত হলাম 😌😌
ReplyDelete❤️❤️❤️
Delete