ওগো শুনছো! মহালয়া আরম্ভ হয়ে যাবে, তাড়াতাড়ি ওঠো না!
সংলগ্ন তথ্য :
মহালয়া-২০২০
২০২০ সাল যতখানি অদ্ভুত পরিস্থিতিতে কাটছে বাঙালির, ঠিক ততটাই অদ্ভুত এই বছরের মহালয়া।
ভোরের আকাশ
সারা বছর আলসেমী করে কাটানো বাঙালিজাতিও এই দিনটাতে কেন জানি ভোর ভোর উঠে পড়ে।
পূজো আসছে
আর মাত্র ৩৫ টি দিনের অপেক্ষা। মা আসছেন দোলায় চেপে...
- অলীক চেতনা পত্রিকা দপ্তর
- সর্বশেষ আপডেট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ (ভোর ৫টা)
- শৌভিক দে
আজ মহালয়া, আমাদের ব্লগের প্রত্যেক পাঠক পাঠিকাগণকে শুভ মহালয়ার আন্তরিক শুভেচ্ছা। প্রায় প্রত্যেকটি বাঙালির দেখা আজকের এই ভোরেই বেজে ওঠে আলোর বেণু। কখনও রেডিওতে, কখনও বা টিভিতে। তবে, আজকের যুগে আমাদের হাতবাক্সতেই শুনে ফেলা যায় এক ছোঁয়াতে। বিভিন্ন সময়, বিভিন্ন স্থানে ভিন্নভিন্ন ভাবে এক আশ্চর্যকর অনুভূতি সৃষ্টিকারী এই দিনটিতেই মহিষাসুর বধ করেন দেবী দুর্গা। তবে ঘুম থেকে ওঠাটা যেন মহালয়া শোনার থেকেও বড় আনন্দের বিষয় বাঙালির কাছে। বছরে মাসে একটাই তো দিন আসে বলে কথা!
আপনার কাছে সবচেয়ে বেশি আনন্দ কোন যন্ত্রে মহালয়া শুনে? জানান নিচের খালি বক্সে কমেন্ট করে....
- প্রয়োজনীয় ট্যাগ : মহালয়া ২০২০, মহিষাসুরমর্দিনী ২০২০, দুর্গা পূজা, করোনা আবহে মহালয়া, ৩৫ দিন পর পূজো।
এই বছরের পুজোটা যে একটু উদ্ভট দিনে হচ্ছে, সেটা নিশ্চয় বলে দিতে হয় না! মহালয়ার এতদিন পরে পূজো, ব্যাপারটা গোলমেলে লাগলেও এই ধরনের ঘটনা একটা নতুন অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করবে বাঙালিকে। পূর্ণ উদ্যমে বাঙালি এবারও পূজোর আনন্দে গা ভাসাব
কামনা করি।
তবে, আনন্দ যত খুশি হোক সমস্যা নেই। কিন্তু, আনন্দ করতে করতে তা যেন নিজের ও অন্যের ক্ষতির কারণ না হয়ে বসে। নইলে কিন্তু, স্বয়ং দেবী দূর্গা, নিজে এসে মহিষাসুরের মত একই শাস্তি দিতে ধরাধামে অবতীর্ণ হবেন, যা এই করোনা যুগে একেবারেই কাম্য। নয়...
সুতরাং, পূজো কাটান সতর্ক হয়ে। মাস্ক, স্যানিটাইজার এবং সামাজিক দূরত্বকে নিজের ও অন্যের জিবনে বহাল রেখে , তবেই ঠাকুর দেখার শুভ উদ্দেশ্য স্বার্থক হবে।
প্রকাশক : শৌভিক দে
প্রকাশনার তারিখ : ১৭ ই সেপ্টেম্বর, ২০২০