🔗🖇️Binod কেন ভাইরাল ?🖇️🔗

ভিডিওটি দেখুন :




:বিবরণ:

নমস্কার বন্ধুরা,


আগমনীর সুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাদর আমন্ত্রণ। 

 আপনারা যারা আমাদের পেজ নতুন দেখছেন,তাদের কাছে অনুরোধ সবার আগে আমাদের পেজটি লাইক করে follow করে রাখুন, যাতে বিভিন্ন ভাইরাল নিউজ আপনি পান সবার আগে।
তো বন্ধুরা আজ আমাদের বিষয়টি কি , সেটা নিশ্চয় টাইটেল দেখেই আন্দাজ করেছেন! আজকে আমাদের আলোচনার বিষয় একটি নাম বা শব্দ : B I N O D - বিনোদ।
তো চলুন বন্ধুরা , জেনে নিই কে এই বিনোদ!
ফেসবুক থেকে whatsapp, instagram থেকে twitter , সমস্ত social midea জুড়ে এখন একটাই নাম , বিনোদ আর বিনোদ।
এই নাম নিয়ে যখন এত কথা চলছে , ঠিক সেই সময় আমরা খুঁজে বের করেছি এই নামের আসল রহস্য।
কিন্তু সেটা বলার আগে, জেনে নেওয়া দরকার বিনোদ আসলে কিভাবে উৎপন্ন হলো!
আপনারা যারা এখনো নামটা জানেন না , তাদের জন্য বলে রাখি, বিনোদ নামটা প্রথম দেখা যায় YouTube এ।


বিভিন্ন ধরনের ভিডিওর নিচে উঠে আসতে থাকে এই নামটি কমেন্ট হিসেবে। কিন্তু, বিষয়টা তখনও ভাইরাল হয়নি। 
এই নামটি প্রথম তোলে এক জনপ্রিয় youtuber নিজের একটি ভিডিওতে। এই ভিডিওতে সে নিজের দর্শকদের করা কমেন্টগুলা পড়ে শোনাচ্ছিল! এমন সময় তার চোখে পড়ে একটি কমেন্ট, যেখানে লেখা আছে বিনোদ...কমেন্ট-দাতার নাম ”বিনোদ থারু”।
Comment পড়ে অবাক হোন তিনি...
কিন্তু, যথারীতি ভিডিওটি কোনো কারণ ছাড়াই ভাইরাল হয় ইউটিউবে এবং সাথে সেই নামটিও #Binod। এরপর আরো অনেক ভিডিওতে এই একই ব্যক্তির কমেন্ট চোখে পড়ে অন্যান্য you tuber দের.. 


ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন content creator দের ভিডিওতে একই ভাবে #Binod comment টি দেখা যেতে শুরু করে।
সকলের চোখের সামনেই হঠাৎ করে এই শব্দটি ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়ার সাথে সাথেই বিভিন্ন ভিডিও তৈরী হতে শুরু করে #Binod নামটি নিয়ে।
এরপর #memers রা এই নামটিকে নিয়ে মিম বানাতে শুরু করে... Facebook, Instagram, twitter থেকে আরো ছড়িয়ে যায় এই নামটি।


এমনকি, কোনো এক গ্রাহকের অনুরোধে #Paytm এর মত কোম্পানি, নিজেদের টুইটার হ্যান্ডেলার নাম পাল্টে রাখে #BINOD। এমনকী শোনা যায়, বিশ্ব জুড়ে এই নামটিকে সবচেয়ে শ্রেষ্ঠ নামের খেতাবও দেওয়া হয়, যদিও এর সত্যতা এখনও বিচার হয়নি।

কিন্তু, বন্ধুরা এখনও আমরা জানতে পারিনি, বিনোদ আসলে কিসের প্রতীক! অনেকে বলছেন, এটি একজনের নাম...
তবে আমরা এখনও তদন্ত চালিয়ে যাচ্ছি, আশা করছি শীঘ্রই আরো তথ্য দিতে পারবো আপনাদের...


বিনোদ কি আসলে কোনও একজন ব্যক্তি? নাকি অনেকের তৈরি একটি ভাইরাল শব্দ!
জানতে হলে আমাদের সঙ্গে থাকুন...🤞
ভিডিও দেখুন :: উপরের অংশে 👆


#আগমনীর_সুর(© holder)

Souvik Dey

Hello. My name is Souvik Dey. I am a B.Tech. 3rd year student. I did my diploma in civil engineering and currently pursuing BTech in Computer Science. My team and I run this blog together. Don't forget to share these articles with your friends. Thank you.

Post a Comment

Thank you for your valuable time.
We are fond of your comments.(but, do not spam)

Previous Post Next Post