আজকের দিন : স্বাধীনতা উদযাপনে ৭৫ বছরে বর্তমান ভারতবর্ষ 🇮🇳🇮🇳

<b>Img. Loading....</b>
Pic Source : Google
 

ভারতে ৭৫ তম স্বাধীনতা দিবস পালিত হলো আজ। ১৯৪৭ সালের এই দিনেই ভারতবর্ষ ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা অর্জন করে। 

তবে অন্যান্য বছর থেকে একটু ভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে এবছরের স্বাধীনতা দিবস পালনে দেশজুড়ে করোনা পরিস্থিতি বিচারে প্রস্তুতি নেওয়া হয়েছিল, যদিও আয়োজনে ত্রুটি ছিল না একেবারেই।

প্রতিবারের মত এবারও প্রধানমন্ত্রী লালকেল্লায় পতাকা উত্তোলন করে ভাষণ দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে। তবে, আমন্ত্রিত অতিথির সংখ্যা সীমিত করা হয়েছিল; লালকেল্লায় প্রবেশে মাস্ক বাধ্যতামূলক ছিল, একটি আসন থেকে আরেকটি আসনের দূরত্ব ছিল দুই গজ। ভারতীয় সেনা বাহিনীর ২২ জন গার্ড অফ অনারে অংশ নেন। স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি।  এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি...

<b>Img. Loading....</b>
Pic Source : Google


অপর দিকে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে, লাদাখে নিহত ২০ জন শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। মে-জুন মাসে চীনা সেনার সঙ্গে সংঘর্ষে প্রথম সারিতে থাকায় স্বাধীনতা দিবসে সাহসিকতার জন্য পুরস্কার পেয়েছেন ভারত-তিব্বত সীমান্ত পুলিশের ২১ জন কর্মী।

এভাবেই রাষ্ট্র পক্ষের তরফ থেকে অনুষ্ঠিত হয় ৭৪ তম স্বাধীনতা দিবস।

<b>Img. Loading....</b>
দিল্লির লালকেল্লাতে উত্থিত পতাকা 


জনসম্মুখে পতাকা উদযাপন না হয় হলো! 

কিন্তু আদতেই কি আমরা স্বাধীনতার মূল্যবোধ সম্পর্কে সচেতন? 

- সেই গল্প না হয় আরেকদিন করব। ততক্ষণ একসাথে থেকে দূরত্ব বজায় রেখে করোনা মোকাবিলায় দেশকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যাক।


জয় হিন্দ✊✊

বন্দে মাতরম🇮🇳🇮🇳

Souvik Dey

Hello. My name is Souvik Dey. I am a B.Tech. 3rd year student. I did my diploma in civil engineering and currently pursuing BTech in Computer Science. My team and I run this blog together. Don't forget to share these articles with your friends. Thank you.

Post a Comment

Thank you for your valuable time.
We are fond of your comments.(but, do not spam)

Previous Post Next Post