হারিয়ে যাওয়া : সৌরভ মুখোপাধ্যায়
সংলগ্ন তথ্য :
ব্লগে লিখুন
এখন আপনিও খুব সহজে নিজের লেখা প্রকাশ করতে পারবেন
অলীক চেতনা পত্রিকা দপ্তরে।
অলীক চেতনা পত্রিকা দপ্তরে।
লেখককে লিখুন
গল্পটি পড়ে লেখকের সাথে যোগাযোগ করতে পারেন।
মেইল আইডি : sourav93natok@gmail.com
মেইল আইডি : sourav93natok@gmail.com
©️ কপিরাইট
লেখক এবং প্রকাশকের অনুমতি ছাড়া গল্পটির কোনোরূপ ব্যবহার বরদাস্ত করা হবে না,
প্রয়োজনে ব্যবহারকারীর বিরুদ্ধে চুরির অভিযোগ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রয়োজনে ব্যবহারকারীর বিরুদ্ধে চুরির অভিযোগ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- অলীক চেতনা পত্রিকা দপ্তর
- সর্বশেষ আপডেট : ২৮ শে অক্টোবর, ২০২০
- শৌভিক দে
১
কেমন আছো তুমি ?
ভালো আছো তো!
আজ অনেক বছর পর তোমার সাথে আমার দেখা।
কি বলবো বুঝতে পারিনি, একবার ভাবলাম গিয়ে কথা বলে আসি, কিন্তু অভিমান এতটাই গভীর ছিল যে কিছু বলা হয়ে উঠেনি।
তোমাকে সত্যি আজ অন্যরকম মনে হচ্ছিল, যেন চেনা মানুষটাও এতটা অচেনা হয়ে যেতে পারে, যেন ঘন মেঘের মতো গভীর অন্ধকার।
তারপর মনে হলো হয়তো অচেনা লাগাটাই স্বাভাবিক কারণ যখন আমরা এক ছিলাম সত্যি কি আমরা দুজনের কাছে চেনা ছিলাম?
আজ তুমি অন্য কারোর, আমাকে হয়তো পুরোপুরি ভুলতে পেরেছো। কিন্তু আমি তো পারিনি, তাই নিজেকে তোমার থেকে অনেক দূরে এনে বন্দী করে রেখেছি। শুধু এটাই চাই, তুমি ভালো থাকো। আজ পর্যন্ত প্রতিটা মুহুর্ত যেমন চেয়ে এসেছি, ঠিক তেমনভাবেই তো তোমাকে মুক্তি দিয়েছি বল?
মনে আছে সেই দিনটার কথা, যেদিন আমাদের প্রথম দেখা। সরস্বতী পুজো ছিলো, তুমি একটা নীল শাড়ি, আর আমি পরেছিলাম হলুদ পাঞ্জাবী। তুমি তো কথা বলতেই লজ্জা পাচ্ছিলে। শেষে আমিই তোমার সাথে কথা বললাম। ফেরার সময় কি তুমুল বৃষ্টি। সেটাই আমাদের প্রথম হাত ধরে একসাথে হাঁটা। তোমার আর সেসব মনে পড়ে না জানি। যেদিন শুনলাম তুমি অন্য একজনকে বিয়ে করছো, সেদিনই কোলকাতা ছাড়লাম। যাওয়ার জায়গা বলে তো কিছু ছিল না, পাছে যদি পুরনো স্মৃতিগুলো তাড়া করে বেড়ায়, তাই পালিয়ে এলাম এই পাহাড়ে। এখানেই একটা ছোট্টো ঘর নিয়ে ভালোই ছিলাম। কিন্তু আজ সব কিছু আবার গুলিয়ে গেলো। তোমাকে দেখে মনে পরে গেলো সেই ফুচকা খাওয়ার দিনগুলো, হাত ধরে লেকের পাশে বসে গান শোনানো।
কেন এলে এখানে?
আমাকে আবার সব মনে করিয়ে দিতে?
ভালই তো ছিলাম তোমাকে ভুলে।
জানো নন্দিনী এখন আর বৃষ্টির দিনে তোমার কথা মনে পড়ে না। জ্বর হলেও আর তোমার হাতটা খুঁজি না। তোমার আকাশ এখন একা বাঁচতে শিখে গেছে।
- প্রয়োজনীয় ট্যাগ : গল্প, হারিয়ে যাওয়া, মুক্ত গদ্য, অলীক চেতনা পত্রিকা দপ্তর, গ্রহ-তারা সাহিত্যপত্র, সৌরভ মুখোপাধ্যায়।
২
এই নন্দিনী,
এখন আর মন খারাপ হলে রবীন্দ্রসঙ্গীত শোনো?
নাকি ওসব ছেড়ে দিয়েছো?
আগে তো জীবনানন্দের কবিতা পড়তে, এখন কোনটা পছন্দ?
তুমি বলেছিলে নন্দিনী শিলং পাহাড়ে একদিন যাবো। আজ এসেছি দুজনেই, কিন্তু তুমি আর আমি আলাদা। তুমি অন্য কারুর হাত ধরে, আর আমার তো হাত ধরবার মতো কোন হাতই নেই। যদিও দুঃখ নেই তাতে। তুমি ভালো থাকলেই...
আজ আমাদের সম্পর্কটা থাকলে ৭ বছর বয়স হতো। কিন্তু, তোমার আর আমার রাস্তা যে ৪ বছর আগেই আলাদা হয়ে গেছে।
খুব মনে পরে আমাদের প্রথম বছরের দুর্গাপুজোর কথা। তুমি শাড়ি পড়েছিলে, আমাকে একগুচ্ছ গোলাপ দিয়ে বলেছিলে- “ভালোবাসো”?
বলেছিলাম – “ভালোবাসি”।
ভালবাসতে হয়তো, কিন্তু এখন আর...
থাক সেসব কথা। কত মানুষই তো কত কিছু পায়না, সেসব নিয়ে আক্ষেপ করে, না পাওয়াটাকে পাওয়া তো সম্ভব নয়।
প্রকাশক : শৌভিক দে
প্রকাশনার তারিখ : ২৮ শে অক্টোবর, ২০২০
খুব ভালো
ReplyDelete