“ছেড়ে চলে গেলেন মার্ভেল সিরিজের ব্ল্যাক প্যান্থার চরিত্রের একমাত্র অভিনেতা, স্যাডউইক অ্যারন বোসম্যান”
পতন হলো আরও এক নক্ষত্রের, তবে এবার বলিউড ছাড়িয়ে হলিউডে। পরলোক গমন করলেন বিখ্যাত হলিউড অভিনেতা স্যাডউইক অ্যারন বোসম্যান। সাধারণ মানুষ যাকে চেনেন ব্ল্যাক প্যান্থার নামেই। মাত্র ৪৩ বছর বয়সেই জীবনাবসান ঘটল তাঁর।
(#Marvel-এ আর ফিরবেন না "BLACK PANTHER" || মৃত Chadwick Aaron Boseman)
স্যাডউইক বোসম্যান, ১৯৭৬ খ্রিস্টাব্দের ২৯ শে নভেম্বর জন্মগ্রহণ করেন সাউথ ক্যালিফোর্নিয়ার অ্যান্ডারসনে। ২০০০ সালে ওয়াশিংটনের হাবার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন তিনি, BFA (BACHELOR IN FINE ARTS) নিয়ে।
পরবর্তীতে নিউইয়র্ক শহরের ডিজিটাল ফিল্ম অ্যাকাডেমি থেকে তিনি পুনরায় স্নাতক হন।
অভিনয় জীবন :
মার্ভেল সিরিজের অন্তর্গত বিখ্যাত চরিত্র, ব্ল্যাক প্যান্থারে অভিনয়ের পাশাপাশি তিনি বহু হলিউড মুভি উপহার দিয়েছেন দর্শকদের। সেই তালিকার মধ্যে রয়েছে, 21 Bridges (২০১৯) এবং Spike Lee's Da 5 Bloods (২০২০) এর মত দুর্দান্ত কিছু সাম্প্রতিক মুভি। এছাড়াও, তিনি অভিনয় করেছেন Jackie Robinson, মুভি : 42 (২০১৩), James Brown, মুভি : Get on Up (২০১৪) এবং Thurgood Marshall, মুভি : Marshall (২০১৭) এর মত বিখ্যাত এবং ঐতিহাসিক কিছু চরিত্রে। ওনার জীবনের শেষ কাজ August Wilson-র নাটক অবলম্বনে Ma Rainey's Black Bottom, যেটি আসতে চলেছে নেটফ্লিক্সে।
পুরস্কার এবং সম্মান :
তিনি নিজের কাজের জন্য পেয়েছেন, NAACP Image পুরস্কার এবং Screen Actors Guild পুরস্কার। কিন্তু, এসব কিছু ছেড়ে গতকাল পুরো পৃথিবীকে শোকস্তব্ধ করে চলে গেলেন গুণীজ্ঞানী এই প্রযোজক, অভিনেতা এবং সম্পাদক।
মৃত্যুর কারণ :
কি সেই কারণ যা কেড়ে নিলো একটি উজ্জ্বল নক্ষত্রের জীবন! কেনই বা এই অকাল মৃত্যু হলো! চলুন জেনে নিই সেই কারণ;
গতকাল, ২৮ শে আগস্ট মৃত্যু হয় তাঁর। ব্যক্তিগত জীবনে সকলের আড়ালে বিগত চার বছর ধরে তিনি মলাশয়ের ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। অবশেষে ২৮ শে আগস্ট, ২০২০, সাউথ ক্যালিফোর্নিয়ার অন্তর্গত লাস ভেগাস অঞ্চলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিশ শতকে দাঁড়িয়েও পৃথিবীবাসী আরও এক প্রাণকে ক্যান্সারের শিকার হওয়ার মত ঘটনার সাক্ষী থাকলো।
Tags:
News