“দেহান্ত হলো ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এবং আইনজীবী মাননীয় প্রণব মুখোপাধ্যায় মহাশয়ের”
মাননীয় প্রণব মুখার্জি |
৮৪ বছর বয়স হয়েছিল দেশের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণববাবুর। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর বেশ কিছুদিন আগে (১০ই আগস্ট) মস্তিষ্কের জমে থাকা ক্লট নিয়ে চিকিৎসাধীন থাকার কথা টুইট করে জানান তিনি। কিন্তু, দুর্ভাগ্যবশতভাবে বাথরুমে পিছলে যাওয়ার ঘটনার ফলে, তাঁকে দিল্লির আর এন্ড আর হাসপাতালে ভর্তি করে মস্তিষ্কের অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর, ভেন্টিলেটরে সপ্তাহখানেক কোমায় ছিলেন তিনি, যদিও অবস্থার উন্নতি হচ্ছিল ধীরে ধীরে। কিন্তু, ১৯শে আগস্ট চিকিৎসকরা তাঁর হৃৎপিন্ডে ইনফেকশনের কথা তুলে ধরে স্বাস্থের অবনতির কথা জানান এবং ৩১শে আগস্ট তিনি ইহলোক ত্যাগ করলেন। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।
প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্কে আরও জানতে ভিজিট করুন নিচের ওয়েবসাইট :
Tags:
News