আইপিএল ২০২০-র অ্যান্থেম নিয়ে বিপাকে পড়ল বিসিসিআই !!!
Anthem : I.P.L. 2020 |
সংলগ্ন তথ্য :
আইপিএল-২০২০
১৯ শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২০
অবশেষে খেলার সূচি প্রকাশ করল বিসিসিআই।
অবশেষে খেলার সূচি প্রকাশ করল বিসিসিআই।
আইপিএল অ্যান্থেম
আজই সন্ধ্যায় চলতি বছরের আইপিএল অ্যান্থেম প্রকাশিত হয়।
চুরির অভিযোগ
চুরির অভিযোগে উঠলো অ্যান্থেম নিয়ে,
কপিরাইটের শিকার বিসিসিআই।
কপিরাইটের শিকার বিসিসিআই।
- অলীক চেতনা পত্রিকা দপ্তর
- সর্বশেষ আপডেট : ৭ই সেপ্টেম্বর, ২০২০(রাত ৯:৪০)
- শৌভিক দে
চলতি বছরের আইপিএল নিয়ে বেশ কিছু ওঠা পড়া , উত্তেজনা এবং সন্দেহ কাজ করছিল শুরু থেকেই। করোনা আবহে অনিশ্চিত হয়ে পড়েছিল আইপিএল ১৩-র ভবিষ্যত্। কিন্তু বহু প্রচেষ্টার পর শেষমেশ দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের সবচেয়ে অধিক জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট, আইপিএল। গতকাল আইপিএল এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেই খেলার সময়সূচি প্রকাশ করা হয়।
সর্বমোট ৫৬ টি ম্যাচ নিয়ে সাজানো হয় পুরো সূচি। দুপুর ৩:৩০ এবং সন্ধ্যা ৭:৩০ , এই দুই পর্যায়ে খেলা হবে টিমগুলির মধ্যে। সর্ব প্রথম ম্যাচটি হতে চলেছে, গতবারের বিজয়ী দল এবং রানার্স আপ দলটির মধ্যে।
- প্রয়োজনীয় ট্যাগ : আইপিএল-২০২০, আইপিএল সময়সূচি, আইপিএল অ্যান্থেম, কাঠগড়ায় বিসিসিআই, চুরি নাকি ষড়যন্ত্র, Aayenge Hum Wapas, Dekho Kon Aaya Wapas, Plagiarism, IPL, BCCI.
The greater the setback 😷
— IndianPremierLeague (@IPL) September 6, 2020
The stronger the comeback 💪
We can sum it up in 3 words:
🄰🄰🅈🄴🄽🄶🄴 🄷🅄🄼 🅆🄰🄿🄰🅂 🎶
Watch #Dream11IPL starting Sept 19 on @DisneyPlusHS, @StarSportsIndia @Hotstarusa #Dream11IPL #AayengeHumWapas #StrongerTogether #Anthem pic.twitter.com/e2Iro79Kv6
গতকাল সূচি ঘোষনা করার পর, আজ ২০২০ সালের আইপিএল অ্যান্থেমটি নিজেদের twitter account থেকে পোস্ট করে আইপিএল। গানটির নাম দেওয়া হয়, ‘Aayenge Hum Wapas’ । তবে, গানটিতে কোনো গায়কের নাম উল্লেখ করেনি তারা। পরবর্তীতে hotstar USA ইউটিউব চ্যানেলে দেখা যায় একজনের নাম, Pranav Ajayrao Malpe, ওনাকেই ওই গানের সুরকার চিহ্নিত করে তারা।
If anyone is confused. Watch this short vid !! pic.twitter.com/M0MTPhiCpL
— COCOᴴ (@mujhekyamatlab) September 7, 2020
তবে, বিশ্বমানের এমন একটি প্রতিযোগিতার শুরুতেই এই ভয়ানক এবং জঘন্য অভিযোগ কতটা যুক্তিযুক্ত বা সত্যি, তা বলবে সময়। তবে, এটুকু বলা আবশ্যক যে, এই ঘটনা ভারতীয় তথা সকল আইপিএল প্রেমীদের মনে এক গভীর ক্ষত সৃষ্টি করবে ভবিষ্যতে যা ক্রিকেটের ইতিহাসে এক কলঙ্করূপে ভূষিত হবে।
Hey guys, @IPL has plagiarised my song “Dekh Kaun Aaya Waapas” and created “Aayenge Hum Wapas” as this years anthem without credit or consent. I request my fellow artists and friends on twitter to RT this tweet for awareness, they can not get away with this. @DisneyPlusHS https://t.co/GDNFeyhXR5
— KR$NA (@realkrsna) September 7, 2020
আইপিএল নিয়ে এমন এক অভিযোগ এই প্রতিযোগিতার উপর কতটা প্রভাব ফেলতে চলেছে, তা অবশ্য নির্ধারণ করবেন দর্শকরা। কিন্তু, মানবিকতার খাতিরে এমন একটা কুরুচিকর ঘটনার জন্য ক্ষমা চেয়ে ভুল শুধরে নেওয়াটাই শ্রেও। নতুবা, এই কেলেঙ্কারির জেরে আন্তর্জাতিক স্তরে বিপাকে পড়তে পারে বিসিসিআই এবং আইপিএল।
প্রকাশক : শৌভিক দে
প্রকাশনার তারিখ : ৭ই সেপ্টেম্বর, ২০২০