আচ্ছা এমন কখনও শুনেছেন কেউ দুগ্গামাকে জিজ্ঞেস করে বসেছে, “উৎসবের দিনে যুদ্ধ হয় কেন!”
লেখকের ছন্দে তো এমনই ঘটালো মায়ের মেয়েটি...
“মা মেয়ের কথা”
সংলগ্ন তথ্য :
ব্লগ কমিউনিটি
আমাদের সমগ্র দলের বিষয়ে জানতে হলে এখনই চলে
যান আমাদের পেজে।
যান আমাদের পেজে।
লেখককে লিখুন
গল্পটি পড়ে লেখকের সাথে যোগাযোগ করতে পারেন।
মেইল আইডি : naskar.pc@gmail.com
মেইল আইডি : naskar.pc@gmail.com
কপিরাইট
লেখক এবং প্রকাশকের অনুমতি ছাড়া গল্পটির কোনোরূপ ব্যবহার বরদাস্ত করা হবে না,
প্রয়োজনে ব্যবহারকারীর বিরুদ্ধে চুরির অভিযোগ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রয়োজনে ব্যবহারকারীর বিরুদ্ধে চুরির অভিযোগ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
-: সূচীপত্র :-
“মা মেয়ের কথা” ছড়াটি এখন সম্পূর্ণ বিনামূল্যে আপনি পড়তে পারবেন অলীক চেতনা পত্রিকা দপ্তরে । লেখাটি আমাদের দিয়েছেন লেখক শ্রী পঞ্চু নস্কর মহাশয়। ছড়াটি নিজেরা পড়ুন এবং অন্যদেরকেও পড়ার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে।
মেয়ের করা কিছু সাধারণ প্রশ্নের সামনে দূর্গামাকে দাঁড় করালেন লেখক। পূজোর দিনে হিংসা কেন - এমনই এক বিষয় নিয়ে অন্তর্নিহিত অর্থে সাজানো গোছানো একটি মজার ছড়া পাঠকদের সামনে উপহার দিলেন তিনি।
- লেখক-কথা :
- প্রয়োজনীয় ট্যাগ : অলীক চেতনা পত্রিকা দপ্তর, ছড়া, পঞ্চু নস্কর, অনলাইন কাব্য, বাংলা সাহিত্য, মা মেয়ের কথা, ই-পোয়েম।
- মূল-রচনা :
- সমাপ্তি :
✓ নাম : পঞ্চু নস্কর
✓ বয়স : ৭৮
✓ ঠিকানা : ১৩/২, সন্তোষ রায় রোড, সখের বাজার, বেহালা, কলকাতা- ৭০০০০৮
✓ মেইল আইডি :
naskar.pc@gmail.com
✓ সম্পর্ক : লেখকের সাথে অলীক চেতনা পত্রিকা দপ্তরের পথ চলা জারি রইল এই ছড়াটির হাত ধরে। আশা করি, এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে এবং দর্শকদের কাছে সুমধুর সম্পর্কের রূপ নেবে।
অলীক চেতনা পত্রিকা দপ্তরের সভ্য হতে পেরে আমি খুব খুশি। আমি এই পত্রিকা দপ্তরটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।।
বলোনা মা দুর্গা মায়ের
কেন তবে দশটি হাত,
এত অস্ত্র হাতে কেন
উনি কি তবে সন্ত্রাসবাদ?
সিংহের পিঠে পা দিয়ে
দাঁড়িয়ে করেন যুদ্ধ,
তবে যে তুমি আমায় বলো
হিংস্র পশু চিড়িয়াখানা বদ্ধ!
না-না-মা যুদ্ধ যুদ্ধ এসব কেন
পুজো উৎসবের দিনে,
একটু ভালো হাসি আনন্দ
যায় না করা একদিনে?
রোজ তো শুনি মারামারি
কিংবা খুনের নানা খবর,
দেবদেবতা করলে এমন
কেন তারা পাবে কদর?
সমাজ মোদের সুস্থ করায়
অন্যায় হোক বিসর্জন,
দেবদেবতায় পুজো নিতে
এসব কিসের আয়োজন?
-: সমাপ্ত :-
পঞ্চুবাবুর লেখা ছড়াটি পড়ে আপনার যদি ভালো লাগে, তাহলে অবশ্যই পোস্টের নিচে কমেন্ট করে জানাবেন আমাদের যাতে উনি পুনরায় আমাদের ব্লগে লেখেন। ব্লগে আরও নিত্য নতুন গল্প-কবিতা সকলের আগে পড়তে এবং বিজ্ঞাপন এড়াতে অলীক চেতনা পত্রিকা দপ্তরকে এখনই বিনামূল্যে সাবস্ক্রাইব করে রাখুন।
এখন নিচের শেয়ার অপশনগুলি থেকে শেয়ার করে অন্যদেরকেও পড়ার সুযোগ করে দিতে পারেন আপনি।
প্রকাশক : শৌভিক দে
প্রকাশনার তারিখ : ৭ ই নভেম্বর,২০২০