নৈশ শব্দের রসায়ন খুঁজি
কাঠের মূর্তির ভিতর সোনালি চুল ভারি স্তন রঙিন অন্তর্বাস
সিন্দুকে সিন্দুকে সর্বহারার ছবি
ট্রেলারে ঘুম পাহাড় আগ্নেয়গিরী এবং শতশত উন্মাদ
যারা শীলাভূত তাদের কজন বালিকা পঞ্চম সর্গে স্থান হতে পারে
একটি বায়ু ট্যানারী চামড়ার মধ্যে কটি বাইসন কটি দিগ্বিজয়ের ঘোড়া
আমি ভস্মের মধ্যে তৃতীয় সর্গের গাভী খুঁজে পাই
একটি ভাস্কর্যের মধ্যে কটি জীবন্ত নারী কটি চাষী চাষিণীর মুখ কতগুলি মায়া লুকানো
অ্যালবাম ছিঁড়লে প্রাচীন অবয়ব আরামকেদারা পুরনো তুলোর উল্লাস দেখি
একটি জিরাফের মত ব্রিজ কটি মানুষের রক্ত মাংস মগজ নিয়েছে
একটি বয়লার রুমে কটি খালাসি নিখোঁজ
একটি মিউজিয়ামে ক হাজার বছরের ফসিল এবং জ্যোৎস্নার আলো
আমি পুনরায় স্বপ্নের মধ্যে ঢুকি
দুটি ঘোড়া একটি গাড়ি টানছে
ঘোড়া কী গাড়ির জন্য নাকি দমকা বাতাসের জন্য
আমিতো বাইজেন্টাইন বইছি
হেগেল মগজে আঁটা
কেন দ্য ভিঞ্চির প্রচারক আমি
আমার কেমেস্ট্রি কী শুধুই অবয়ব আঁকা
এইমাত্র ব্রম্ভান্ডের আরেকটি গ্রহ আমার মগজে ঢুকলো
আমি নিজস্ব অবয়ব সহ সুবর্ণ পোশাকে ঢুকে পড়ছি