কবিতার পাতা

সবার মা

  লেখক : উদিত ঠাকুর

   
"ব্রহ্ম হতে পরমাণু, সকলি তোমার তনু,
মাগো অন্য বস্তু ত্রিভুবনে, তুমি বিনে আছে কই।।"

          জননীর আশীর্বাদ মিন্মতার মান স্বীকার পরিলক্ষিত।
          'দশমাস-দশদিন'-এর প্রস্ফুটিত
ফুটফুটে সন্তান ক্রমে ক্রমে মাতৃক্রোড়ে 
লালিত্বে বেড়ে ওঠে।
 আর জনকের অত্যন্ত পরিশ্রমে, জননীর আলতো 
ছোঁয়ায় ছোট্ট গুডে বাধ্যকে পদার্পণ করে।
 জনক-জননীর ছোট্ট গুডের প্রতি স্পর্শে
 মায়ের বুকে জড় হয়
 আনন্দের পশরা আর অগাধ স্বপ্ন ।

স্বপ্ন জোড়া শিশু মায়ের বুকে
বেঁধে দেয় লালীত্বে পশরার মাঝে সংগ্রামের মালা গাঁথা।
 তাই 'সন্তান জন্ম থেকে মায়ের জন্য বালিপ্রদত্ত'।
 মনুষ্যদেহের স্নায়ুর অশ্রু শিরায়-শিরায় জাগরিত হয়,
লালিত্ব চাহিদার উন্মেষ ঘটে।
 লালিত্বের মন জোড়া মায়ার বন্ধন পশরা সাজিয়ে ‘মা’ সর্বদা প্রস্তুত সন্তান
পালিত্বে উন্মেষ ঘটানো।

মায়ের মায়ার স্পন্দন লাগি 
শতকোটি সন্তানের জাগরণ ঘটানো লালিত্বে-পালীত্বে 
দানা বেঁধে আমরা সদা-সর্বদা মায়ের রক্ষা কবচ।
 আঁকরে রাখব মায়ার বন্ধন। 
জাগবে মনে-প্রাণে আত্মা-পরমাত্মার মিলন।
Souvik Dey

Hello. My name is Souvik Dey. I am a B.Tech. 3rd year student. I did my diploma in civil engineering and currently pursuing BTech in Computer Science. My team and I run this blog together. Don't forget to share these articles with your friends. Thank you.

Post a Comment

Thank you for your valuable time.
We are fond of your comments.(but, do not spam)

Previous Post Next Post